ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

‘কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদাররা কখনো দুর্নীতি করতে পারে না’

ওয়াসাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা উপদেষ্টা আসিফের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৮, ৫ ডিসেম্বর ২০২৪

ওয়াসাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা উপদেষ্টা আসিফের

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঢাকা ওয়াসাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আগে ওয়াসার নাম শুনলেই দুর্নীতির নামটি সবার আগে চলে আসত। ওয়াসা মানেই দুর্নীতি। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদাররা কখনো দুর্নীতি করতে পারে না। তাই ওয়াসাকে দুর্নীতিমুক্ত হতে হবে। আমরা যতদিন থাকি এর মধ্যে এই কাজটা করে যেতে চাই।’
বুধবার কাওরানবাজারে ওয়াসা ভবনে ঢাকা ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম। সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ওয়াসার আরেকটি অভিযোগ, মানুষ যথাযথভাবে পানি পায় না। নগরবাসী পানি জন্য কষ্ট করে। 
সামনে শুস্ক মৌসুম আসছে। এ সময় পানি আরও সমস্যা তৈরি হবে। 
এ সময় পানি চাহিদার মোকাবিলা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।’ তাই মানুষের চাহিদা আলোকে পানি সরবরাহের জন্য ওয়াসার কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। পাশাপাশি কর্মচারীদের কোনো দাবি থাকলে তা লিখিত আকারে মন্ত্রণালয়ের দেওয়ার অনুরোধ করেন তিনি। এ ছাড়া দেওয়ালে উপদেষ্টা ও মন্ত্রীর ছবি টানানোর অভ্যাস থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, ‘২০১৫ সালে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। গত ৯ বছরের প্রকল্পের অগ্রগতি মাত্র ৫ শতাংশ। এতদিন চলে গেল অথচ প্রকল্পের কোনো কাজই হয় না। শুধু কর্মকর্তা ও কর্মচারীরা বসে বসে বেতন-ভাতা নিয়েছে। এটা কেন হলো। এভাবে চলতে পারে না। ওয়াসা থেকে দুর্নীতিকে না বলতে হবে।’ তাই কর্মকর্তা ও কর্মচারীদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় ঢাকা ওয়াসার কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা করেন ঢাকা ওয়াসার এমডি মো. ফজলুর রহমান। সেখানে তিনি উল্লেখ করেন, ঢাকা শহরের প্রায় ৪০১ বর্গকিলোমিটার এলাকায় পানি সরবরাহের আওতায় রয়েছে। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক প্রায় ৪,৯১৮ কিলোমিটার। আবাসিক ও বাণিজ্যিক সংযোগ প্রায় ৪,০০,১০০টি। দৈনিক পানির চাহিদা ২৬০-২৬৫ কোটি লিটার। ৫টি পানি শোধনাগার থেকে সরবরাহ দৈনিক ৯০ কোটি লিটার। ১,০৬১টি (কূপ ১,২০৩) পাম্প স্টেশনের সরবরাহ দৈনিক ১৭০ কোটি লিটার।

×