মাতৃভূমি অথবা মৃত্যু; জেগে উঠি একসাথে, বৈষম্যহীন বাংলাদেশে’স্লোগানে ঢাকা ওয়াসার এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার ওয়াসার বুড়িগঙ্গা হলে অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসিফ মাহমুদ বলেন, ‘আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারটা আমাদের চিন্তার জায়গা থেকে করতে হবে। ঢাকা ওয়াসায় যখন এলাম তখন দেখলাম এখানে আমার দুটি ছবি টাঙানো আছে।তাহলে সেই সংস্কারটা কোথায় হলো? আগে শেখ হাসিনার ছবি টাঙানো থাকত, এখন আমার ছবি টাঙানো হয়েছে।’
তিনি বলেন, ‘অনুরোধ করব এই বিষয়গুলো পরিহার করে চলবেন। ছবি টাঙালে ’৭১ ও ’২৪-এর বীরদের ছবি টাঙাবেন।’
ফুয়াদ