ঢাকা মহানগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় আজ (৪ ডিসেম্বর) সহকারি পরিচালক রাহুল সেনের নেতৃত্বে রমনা সার্কেলের এনফোর্সমেন্ট টিম ঢাকা মহানগরীর গুলশান ও পল্টন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ক্যানাবিনলযুক্ত কান্ডি, তরল ক্যানাবিনয়েড, ম্যাজিক মাশরুম, মাদক বিক্রয় লব্ধ নগদ টাকা ও বিদেশী মদ উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কাজী মারম্নফুল ইসলাম রাজ (২৬), মোঃ ইসমাইল বেপারী (৩০) ও সাকিব নঈম (২৭) ।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ লোকমান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য আনা হয়। অত্যাধুনিক অ্যাপস ভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে সুকৌশলে মাদক পৌঁছে দেওয়া হয়। গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ- তরুণীরা এসব মাদক সেবন করেন বলে জানান তারা।
বুধবার (৪ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস রিরিজে এসব তথ্য জানানো হয়।
তাবিব