ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

নতুন মাদকসহ উচ্চবিত্ত শ্রেণীর তিন তরুণ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:২৫, ৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:২৬, ৪ ডিসেম্বর ২০২৪

নতুন মাদকসহ উচ্চবিত্ত শ্রেণীর তিন তরুণ গ্রেফতার

ঢাকা মহানগরকে  মাদকমুক্ত করার লক্ষ্যে ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় আজ (৪ ডিসেম্বর)  সহকারি পরিচালক রাহুল সেনের  নেতৃত্বে  রমনা সার্কেলের এনফোর্সমেন্ট টিম ঢাকা মহানগরীর  গুলশান ও পল্টন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

 

এসময় ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ক্যানাবিনলযুক্ত কান্ডি, তরল ক্যানাবিনয়েড, ম্যাজিক মাশরুম, মাদক বিক্রয় লব্ধ নগদ টাকা  ও বিদেশী মদ উদ্ধারসহ  ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কাজী মারম্নফুল ইসলাম রাজ (২৬), মোঃ ইসমাইল বেপারী (৩০) ও সাকিব নঈম (২৭) ।

মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ লোকমান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।  

আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য আনা হয়। অত্যাধুনিক অ্যাপস ভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে সুকৌশলে মাদক পৌঁছে দেওয়া হয়। গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ- তরুণীরা এসব মাদক সেবন করেন বলে জানান তারা।      

বুধবার (৪ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস রিরিজে এসব তথ্য জানানো হয়।
        

তাবিব

×