ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতীয় সীমান্তের দিকে বাংলাদেশের ট্যাংক বহর!

প্রকাশিত: ২১:১৭, ৪ ডিসেম্বর ২০২৪

ভারতীয় সীমান্তের দিকে বাংলাদেশের ট্যাংক বহর!

সম্প্রতি ভারত বাংলাদেশ নানা ইস্যুতে সরব সোস্যাল মিডিয়া।সর্বশেষ বাংলাদেশের আগরতলার সরকারী হাইকমিশনে হামলাসহ নানা ইস্যুতে সরব সোস্যাল মিডিয়া।অনেকভাবেই নেটিজেনরা তাঁদের ব্যাক্তিগত মতামতসহ সোস্যাল মিডিয়ার বট আইডি ব্যবহার করে নানা ধরণের গুজব হরহামেশাই ঘটছে সোস্যাল মিডিয়ায়।

 

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ,গ্রুপে আইডিতে  ট্যাংকের বহরের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের ট্যাংকের বহর যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে। 

গত ৩০ নভেম্বর ‘Ironclad’ নামে একটি এক্স অ্যাকাউন্টে  ট্যাংকের বহরের একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় ‘বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাংকে ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে’। একইদিন ‘PSYWAR Bureau’ নামে একটি এক্স অ্যাকাউন্টে দাবি করা হয় ‘পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল এবং গোলাবারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাংক ও সাজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।আরো বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একই দাবি করা হয়েছে। 

 

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ বলছে এই দাবি সঠিক নয়।ইতোমধ্যে তাঁরা বিষয়টি নিশ্চিতও করেছে। ফ্যাক্টওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে বাংলাদেশের সামরিক সক্ষমতার সংবাদে ছবিটি বিভিন্ন গণমাধ্যমে ব্যবহৃত হয়েছে। ২০১৭ সালে দৈনিক প্রথম আলোর একটি খবরে ছবিটি ব্যবহার করা হয়।

ফলে এই ছবির ‘ট্যাংকগুলো ভারতের দিকে যাচ্ছে’ এমন দাবি মিথ্যা বলে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ।

 

ফুয়াদ

×