অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো ৪ জন দাঁড়ায়া যায়, এখন ৪ জন না ৪০ জন দাঁড়াবে।
বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আগষ্টের ৫ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবধ্যভাবে আমরা শত্রুর মোকাবিলা করেছি সেই ঐক্যের কোথাও কোন ফাটল ধরে নাই। আমরা কোন দূর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে আমরা ৫ আগষ্ট থেকে যাত্রা করেছিলাম। সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে। সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে। তারা যেন মনে না করে এই বুঝি ঠান্ডা হয়ে গেছে।
তিনি বলেন, ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো ৪জন দাঁড়ায়া যায়, এখন ৪ জন না ৪০ জন দাঁড়াবে। সেই জাতি মরে নাই। দূর্বল হয় নাই। সবল আছে। এটা সবার মনে জাগিয়ে দেওয়া যে, এই জয় ছিনিয়ে নেয়ার কোন অবকাশ কোন শক্তির নাই। যে ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক যত কিছুই করুক এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই। ডগডগ করছে। আমাদের বুকেও এগুলো ডগডগ করছে। কাজেই আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরবো।
তিনি আরও বলেন, একটা দেশে নানা মত, নানা পরামর্শ থাকবেই। কিন্তু ৫ আগষ্টের পর আমরা যেভাবে একতাবদ্ধ হয়েছি এই বিষয়ে আমাদের কোন মতভেদ নেই। যেভাবে আপনারা একত্র হয়ে চলেছেন, এই ঐক্য রয়ে গেছে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম। আমরা মজবুত অবস্থানে আছি এবং থাকবো। আমাদের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না।
এমএম