যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
আজ সন্ধ্যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে তিনি একটি অনুষ্ঠানে ভাষণ দেন। তার বক্তব্যে তিনি বলেন, "আমি যখন এখানে আসি, প্রথম যে বিষয়টি আমার নজরে আসে, তা হলো আমার ছবি দরজার ওপর টাঙানো। এটি দেখে আমার মনে প্রশ্ন জাগে, পরিবর্তন আসলেই কোথায় হলো? আগে এখানে শেখ হাসিনার ছবি থাকত, আর এখন আমার।"
এরপর তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, তার মন্ত্রণালয়ে যেন তার ছবি টাঙানো না হয় এবং এ ধরনের ঐতিহ্যের পরিবর্তন ঘটানোর জন্যও আহ্বান করেন। তিনি বলেন, আমার মন্ত্রণালয়ের কোন অফিসেই আমার ছবি দেখতে চাই না।
নাহিদা