ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

বিপিএলের জন্য গান লিখেছেন ড. ইউনূস

প্রকাশিত: ১৮:২৬, ৪ ডিসেম্বর ২০২৪

বিপিএলের জন্য গান লিখেছেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম গ্রাফিতি ও থিম সং উন্মোচন করা হয়েছে। বিপিএলের থিম সং এবার প্রথমবারের মতো একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই থিম সং উন্মোচন হয়।

অনুষ্ঠানে থিম সং তৈরির পেছনের গল্প শেয়ার করে আসিফ মাহমুদ বলেন, "যখন আমি স্যার (ড. মুহাম্মদ ইউনূস)-এর কাছে গিয়ে উল্লেখ করি যে তিনি আগে অলিম্পিকসহ বড় বড় ইভেন্টের ডিজাইনে সহযোগিতা করেছেন, তখন আমি বিপিএলের জন্য তার সাহায্য চাই। আমি ভাবিনি তিনি এত ব্যক্তিগতভাবে জড়িত হবেন। স্যার এবং তার দল আমার থেকেও বেশি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এমনকি থিম সংয়ের কয়েকটি লাইনও তিনি লিখেছেন।"

থিম সংটিতে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক শিল্পী মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‍্যাপার হান্নান হোসেন শিমুল। এ ছাড়া এবারের বিপিএলের থিম গ্রাফিতিতে প্রতিফলিত হয়েছে জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলনের চেতনা। সেই সময় রাস্তাঘাটে ও দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি এবারের বিপিএল থিমে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করা হয়েছে।

১১তম বিপিএল ৩০ ডিসেম্বর শুরু হয়ে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সূত্র: ঢাকা ট্রিবিউন

নাহিদা

×