ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

প্রকাশিত: ১৮:০৭, ৪ ডিসেম্বর ২০২৪

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার।এছাড়াও সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকায় নামানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি, আধা-সরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানের চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা ফি নেওয়া যাবে। বিসিএস ভাইভা পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হবে।

এর আগে, বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

নাহিদা

×