ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

প্রকাশিত: ১৬:১৬, ৪ ডিসেম্বর ২০২৪

অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

ছবি: সংগৃহীত

যৌথ বাহিনীর অভিযানে বগুরার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) গ্রেফতার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলম আকন্দ জুলাই-আগস্টের হত্যা মামলার আসামী।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহাঙ্গীর ঢাকায় আত্মগোপনে ছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। অত:পর দীর্ঘ  ৫ ঘন্টা অভিযান চালিয়ে চাইনিজ কুরাল,রামদা ,চাকুসহ ১৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 
মেয়র জাহাঙ্গীরের গ্রেফতারের খবর ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন রাস্তায় বেরিকেড দেওয়ারে চেষ্টা করে। তবে যৌথ বাহিনীর শক্ত অবস্থানের কারণে স্থানীয় লোকজন সরে যেতে বাধ্য হয়।

সাইদুর

×