ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন ভারতমুখী হবে না

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:২৮, ৪ ডিসেম্বর ২০২৪

পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন ভারতমুখী হবে না

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,বাংলাদেশের জনগণ আর কখনো ওই দেশমুখী হবে না যদি এমন আচরণ অব্যাহত থাকে  ‘আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, "উনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনদিন ওই দেশমুখী হবে না। মনে রাখবেন, এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো দেশ নয়।"

তিনি আরও বলেন, "ভারত যা করছে, তার কোনো কারণ নেই। আমাদের দেশে যারা অন্য ধর্মালম্বী আছেন, তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখছি এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করছি। ভারতের গণমাধ্যম যা করছে, এসব থেকে বিরত থাকার অনুরোধ জানাই। আমরা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চাই।"

উপদেষ্টা উল্লেখ করেন, "দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় থাকাই উভয়ের স্বার্থে। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।"

উল্লেখ্য, তিনি এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি প্রভাব বিস্তার চেষ্টার নিন্দা জানিয়ে বলেন, "আমাদের নিজেদের বিষয় আমরা নিজেরাই দেখতে সক্ষম। অন্য কেউ এর ওপর হস্তক্ষেপ করলে তা মেনে নেওয়া হবে না।"

জাফরান

×