ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশে হিন্দুরা এখন বেশি নিরাপদ: প্রেস সচিব

প্রকাশিত: ০৯:৩০, ৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৯:৩১, ৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে হিন্দুরা এখন বেশি নিরাপদ: প্রেস সচিব

প্রেস সচিব

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনার শাসনামলের তুলনায় বর্তমানে হিন্দুরা আরও বেশি নিরাপদে আছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শফিকুল আলম বলেন, "বাংলাদেশে আমরা লিঙ্গ, জাতি, বর্ণ বা ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ করছি। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি।"

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিষয়ে অপতথ্য প্রচারের অভিযোগ তুলে তিনি আরও বলেন, "আওয়ামী লীগ সরকারের সময়ে হিন্দুদের বিরুদ্ধে নিপীড়নের ব্যাপক অভিযোগ থাকলেও সেসব নিয়ে কোনো আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশিত হয়নি। তখন প্রবাসী সংগঠন বা ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা হয়নি। অথচ বর্তমানে মিথ্যা তথ্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।"

শফিকুল আলম বলেন, "আমরা সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য নিরাপত্তা নিশ্চিত করেছি। দুর্গাপূজা উদযাপন থেকে শুরু করে ইসকন মন্দিরের নিরাপত্তার বিষয়েও আমরা সচেতনভাবে কাজ করছি। 

জাফরান

×