ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

মব কি সিথিকে আটকাতে পেরেছে?

প্রকাশিত: ২২:৪৪, ৩ ডিসেম্বর ২০২৪

মব কি সিথিকে আটকাতে পেরেছে?

ছবি: সংগৃহীত

এই বছরের জুলাই আগস্টের ঘটনা। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ উত্তাল। দেশে কারফিউ জারি করা হয়। নামানো হয় সেনাবাহিনী।

ওই সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন শিক্ষার্থী ফারজানা সিঁথি। শুধু তাই নয় সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে বিভিন্ন ভূমিকায়। ওই তর্ক থেকে বিভিন্ন বিষয়ে ভাইরাল হয়েছিলেন সিঁথি।

সিঁথি শতশত ভিডিও, কথার ধরন নিয়ে, গায়ের রং নিয়ে, পুরনো ছবি নিয়ে ফারজানা সিঁথিকে আটকাতে, ভেঙে ফেলতে, দুমড়ে-মোচড়ে ফেলতে যে ডিজিটাল মব কাজ করেছে, এতে করে কি  সিঁথিকে আটকে ফেলা গেছে? টেলিভিশন প্রোগ্রামে উপস্থাপিকার এমন প্রশ্নে  সিঁথি বলেন, প্রথমত সেটি একেবারেই না, আটকে ফেলা গেলে আজকে এখানে বসে কথা বলতে পারতাম না। দ্বিতীয়ত, এটা এমন একটা ব্যাপার এখানে শুধু আমি একা বা আমাকে একা আটকানোর চেষ্ঠা করা হয়েছে এমনটা নয়। আনেককেই এভাবে আটকে ফেলার চেষ্ঠা করা হয়েছে। 

যেহেতু আটকানো যায়নি এখন কী কী নিয়ে ব্যস্ত আছেন? এমন জিজ্ঞাসায় সিঁথি জানান, অফিস, নিজের কাজ এবং পড়াশোনা করে তার সময় ঠিকঠাক যাচ্ছে।

এবার সিঁথিকে নিয়ে এলো নতুন খবর। তাকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। আর সিঁথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদী।

গানের কথাগুলো এমন- ‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাডা আজ সব অচেনা।

গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত মূখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

 

 

শিহাব

×