ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ভারতকে বিশেষ পরামর্শ দিলেন উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ১৫:১৪, ৩ ডিসেম্বর ২০২৪

ভারতকে বিশেষ পরামর্শ দিলেন উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় ভারতকে বিশেষ পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।

জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী, উড়ছে লাল-সবুজের পতাকা এমন একটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেন, ভারতের আইন প্রয়োগকারী সংস্থা যদি হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তারা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সাহায্য চাইতে পারে।

সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে অতিরিক্ত সেনা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সহায়তা বাড়াতে পারে।

এর আগে সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

ফুয়াদ

×