গ্রেপ্তার চক্রের সদস্যরা
রাজধানী মাদকের হোম ডেলিভারি চক্রের ৩ নারীসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা দক্ষিণ বিভাগ।
গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে ১৬৭০ পিস ইয়াবা, ৭ গ্রাম আইস ও ১৯০ পিস টাপেন্টাডল নামীয় মাদক উদ্ধার করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা দক্ষিণ বিভাগ জানায়, গত ৩০ নভেম্বর মতিঝিল সার্কেলের একটি টিম হাজারীবাগ থানাধীন ৬৩/১ বাড্ডা নগর লেন থেকে ৫০ পিস ইয়াবাসহ আঁখি আক্তার (৩৪) এবং তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া বেলাল মসজিদ রোড থেকে ১,৪৫০ পিস ইয়াবাসহ মো. রিপন আলীকে (৩৬) গ্রেপ্তার করে।
গত ১ ডিসেম্বর ডেমরা সার্কেলের একটি টিম শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীস্থ ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের গেটের সামনে থেকে ৭ গ্রাম মেথামফিটামিনযুক্ত ক্রিস্টাল মেথ বা আইসসহ রিফাত রহমান রোদেলাকে (২৭) গ্রেপ্তার করে। একই টিম ধানমন্ডি থানাধীন স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট এর সামনে ৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী মুকুল (৩৮) এবং ধানমন্ডি থানাধীন ৭ নম্বর রোড থেকে ১০ পিস ইয়াবাসহ মো. আফিফ আফতাফকে (৫১) গ্রেপ্তার করে।
গত ২ ডিসেম্বর সবুজবাগ সার্কেলের একটি টিম শ্যামপুর থানাধীন মির হাজিরবাগ পাইপ এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মোছা. আনোয়ারা আলেয়া বেগমকে (৩২) গ্রেপ্তার করে। ওইদনই খিলগাঁও সার্কেলের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর নং ১০ এর রোড নং-১ এলাকার বিসমিল্লাহ ফার্মেসি এন্ড ডিপার্টমেন্ট ষ্টোর থেকে ১৯০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ১০০ মি. লি. ট্যাবলেটসহ নেয়ামত হোসেনকে (৩০) গ্রেপ্তার করে।
চক্রটি যেভাবে কাজের ধরনের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চক্রটির অধিকাংশ সদস্য নারী। তারা বিভিন্ন কৌশলে ইয়াবা ও আইস মাদকসেবীদের বাসায় পৌঁছে দেওয়ার কাজ করে। পেট চুক্তিতে ইয়াবা পাচারকারীরা ঢাকার সন্নিকটে বিভিন্ন এলাকায় টেকনাফ থেকে ইয়াবা পৌঁছে দেয়। এসব এলাকা থেকে একটি চক্র মূল মাদকের চালান ভেঙে ভেঙে এসব ডেলিভারি ম্যানদের নিকট পাঠায়। পরে এরা চুক্তি অনুযায়ী ক্রেতাদের নিকট পৌঁছে দিতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত রহমান রোদেলা (২৭) মূলত অভিজাত এলাকায় আইস সরবরাহ সিন্ডিকেটের অন্যতম মূল হোতা। ইতোপূর্বেও আইসসহ গ্রেপ্তার হয়েছিল রোদেলা।
এম হাসান