ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক

প্রকাশিত: ০৪:২৬, ৩ ডিসেম্বর ২০২৪

ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক

রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত

রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  ও জাতীয় নাগরিক কমিটির বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সমাবেশ থেকে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক দেওয়ার পাশাপাশি ভারত ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের সব ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

 

সোমবার (২ ডিসেম্বর) রাতে প্রেসক্লাবের সামনে রংপুর জেলা ও মহানগর কমিটি এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী আন্দোলন ভারতকে এ হুঁশিয়ারি দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো প্রেসক্লাবে এসে সমাবেশ করে তারা। এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি রংপুরের সদস্য সচিব আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক ইমরান হোসেন, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, জেলা সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিল, মহানগর সদস্য সচিব রহমত জেলা মুখপাত্র ইয়াসির আরাফাত, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

রাত সাড়ে ৯টায় শহীদ আবু সাঈদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোকেয়া বিশ্ববিদ্যালয়। মিছিলটি পার্কের মোড় হয়ে মডার্ন মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক শামসুর রহমান সুমন, মো: রাকিব মুরাদ, রহমত আলি, ফাহিম ইয়ালমিন, আশিকুজ্জামান জয়, জাহিদ হাসান জয় প্রমুখ।

বক্তারা ভারতীয় মিডিয়া ও পণ্য বর্জন করার আহ্বান জানান দেশবাসীকে।

 

এ সময় বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারতকে দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে। আমরা মুসলমানরা সম্প্রীতিতে বিশ্বাস করি। যতটুকু বেড়েছেন, সেখানেই থেমে যান। তা না হলে কঠোর পরিণতির জন্য অপেক্ষা করতে হবে ভারতকে।’

বক্তারা আরো বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাংলাদেশের ভারতীয় কোনো দূতাবাস আস্ত থাকবে না। ভারতকে আগ্রাসী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এখন আর তাদের বুবু নেই। তারা বুবুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা ছাত্র-জনতা মেনে নিবে না।’

 

 

তাবিব

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে