আসিফ মাহতাব। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিক আসিফ মাহতাব। সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতীয় নাগরিকদের ঢুকে প্রতিবাদের ঘটনা নিয়ে সোমবার (২ ডিসেম্বর) ফেসবুক স্টাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, চিন্ময়ের গ্রেফতার কিংবা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের ওপর আক্রমণ বিষয়ে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও প্রোপাগান্ডা। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো বিদেশি শক্তির নাক গলানোর অধিকার নেই। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের উচিত এই বিষয়গুলোকে সম্মান করা।
মমতা ব্যানার্জির জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নামানোর প্রস্তাবের কড়া সমালোচনা করে তিনি বলেন, মোদি কে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় কিছু করার? আপনার কি ধারণা মোদির একটা কথায় আমাদের কিছু যায় আসে? আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের হাই কমিশনারের কাছে দিতে পারতেন। সেইটা না দিয়ে মোদির কাছে বলেছেন?
তবে মমতার প্রশংসা করে মাহতাব বলেন, আমরা কৃতজ্ঞ যে তিনি আন্দোলন চলাকালে আমাদের মানুষকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আমরাও ভবিষ্যতে ভারতের জন্য একইভাবে মানবিক পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে ভারতের উচিত নিজেদের সমস্যাগুলো নিয়ে চিন্তা করা, যেখানে তারা নিজেরাই সাম্প্রদায়িক সহিংসতার শিকার।
তিনি আরও বলেন, ভারত কোন নৈতিক অধিকারে আমাদের দেশের মানুষকে নিয়ে কিছু বলে যেখানে সেই আমাদের গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে?
সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক ব্যর্থতার বিষয়ে কঠোর সমালোচনা করে মাহতাব বলেন, আমাদের এনজিও নির্ভর সরকারের অদক্ষতা ও ব্যর্থতা প্রমাণিত হয়েছে, কারণ তারা কোনো কার্যকর প্রতিরোধমূলক প্রোপাগান্ডা চালাতে পারেনি। রাজনীতির অভিজ্ঞতা না থাকায় এসব নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে ররে মনে করেন তিনি।
তাবিব