ড. মুহাম্মদ ইউনূস
প্রবল ছাত্রজনতার গণআন্দোলনের মুখে ছাত্র-জনতাকে গণহত্যা করেও ক্ষমতা ধরে রাখতে না পেরে ৫ আগস্ট ‘প্রভুদেশ’ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু আওয়ামী লুটেরাদের সাথে নিয়ে দীর্ঘ ১৬ বছরে সীমাহীন লুটপাট করে দেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে ফেলেছেন।
হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে। এমনই এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশীর সংবাদ আসল অর্থনীতির জন্য।
জানা গেছে, দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশী ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিদেশী ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র তিন মাসেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়েও এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদি দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদি তিন বিলিয়ন ডলার রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশী ঋণ কমেছে ১২১ কোটি ডলার, যা শতকরা হিসেবে প্রায় ১১ ভাগ।
রিজার্ভে হাত না দিয়েও ৩ মাসে ৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাসছেন ড. ইউনূস সরকার। একইসাথে অর্থনীতির এই ইতিবাচক ধারায় গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসা করেছেন নেটিজেনরা।
ফুয়াদ