আজ ৩ ডিসেম্বর। আজকের এই দিনে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে পাক হানাদারদের পরাজয় ঘটিয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা হানাদার মুক্ত হয়।
এই দিনটিকে গর্বের সাথে স্মরণ করে থাকে রাণীশংকৈলের মানুষ।
যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে পাক হানাদারদের নির্মূল করে এদেশ স্বাধীন করা হয়েছে। রাণীশংকৈল ৩ ডিসেম্বর হানাদার মুক্ত করে ঐদিন সকাল ১১.৩০ মিনিটে রাণীশংকৈল থানা চত্বরে গিয়ে আমরা বিজয় পতাকা উত্তোলন করি। এই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রাণীশংকৈলকে পাক হানাদার মুক্ত ঘোষণা করা হয়।
এমএম