ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে উত্তাল বিক্ষোভ।
সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে মিছিলে যোগ দেন। মিছিলটি ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীরা স্লোগান দেন, "গোলামী না আজাদি, আজাদি আজাদি", "আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম", "দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা", "ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ", "হাইকমিশনে আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে", "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ" এবং "ভারত ভারত করিস না, পিঠের চামড়া থাকবে না"।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা জরুরি। কিন্তু কোনোভাবেই রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না। বাংলাদেশের হাইকমিশনে হামলার জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।
তারা আরও বলেন, ভারতের উচিত বর্তমান পরিস্থিতি উপলব্ধি করা এবং বাংলাদেশে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বন্ধ করা। তারা জানান, “গত ১৬ বছরে বাংলাদেশ দিল্লির গোলামী ছেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যা দিল্লির জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে।”
তাদের দাবি, “এ ধরনের হামলা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর।’’
নাহিদা