ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০০:০১, ৩ ডিসেম্বর ২০২৪

‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে উত্তাল বিক্ষোভ।

সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে মিছিলে যোগ দেন। মিছিলটি ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা স্লোগান দেন, "গোলামী না আজাদি, আজাদি আজাদি", "আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম", "দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা", "ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ", "হাইকমিশনে আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে", "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ" এবং "ভারত ভারত করিস না, পিঠের চামড়া থাকবে না"।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা জরুরি। কিন্তু কোনোভাবেই রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না। বাংলাদেশের হাইকমিশনে হামলার জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।

তারা আরও বলেন, ভারতের উচিত বর্তমান পরিস্থিতি উপলব্ধি করা এবং বাংলাদেশে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বন্ধ করা। তারা জানান, “গত ১৬ বছরে বাংলাদেশ দিল্লির গোলামী ছেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যা দিল্লির জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে।”

তাদের দাবি, “এ ধরনের হামলা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর।’’

নাহিদা

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে