ছবি: সংগৃহীত।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সারা বাংলাদেশ। এবার, এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি (এনসিসি) বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে মন্তব্য করেছে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, "আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা মানে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি।"
তিনি এই মন্তব্য করেন সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করেছেন, যাতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়, যাতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
নাসির উদ্দিন পাটোয়ারি এর প্রতিবাদ জানিয়ে বলেন, “আগরতলায় আমাদের যে সহকারী হাইকমিশন রয়েছে, তা আমাদের দেশের একটি অংশ। সেখানে হামলা করা ও কর্মকর্তাদের ওপর নিপীড়ন করা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।" তিনি আরো বলেন, "আমরা আমাদের প্রতিবেশী দেশসহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও রাজনীতিবিদদের অনুরোধ জানাই, বাংলাদেশে আন্তঃমুখী হস্তক্ষেপ বা অনধিকার চর্চা করবেন না। আপনারা যদি নিজেদের সীমা না মানেন, তাহলে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হতে পারে।"
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, "১৯৪৭ সালে ভারত উপমহাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এখন ঠিক তেমনই একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার চেষ্টা হচ্ছে। আমরা শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি এবং যারা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের শান্তিপূর্ণ পথ অবলম্বন করতে বলছি।"
সীমান্ত হত্যা বিষয়ে নাসির উদ্দিন বলেন, "আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ডও দেখতে চাই না। সেকারণে সরকারি প্রতিষ্ঠান দ্রুত উদ্যোগ নেবেন এবং শান্তিপূর্ণ উপায়ে ন্যায্য সমাধানে আসবেন বলে আহ্বান করছি।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নুসরাত