ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

ইসির প্রথম বৈঠকে সিদ্ধান্ত

২ জানুয়ারি খসড়া ও ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৭, ২ ডিসেম্বর ২০২৪

২ জানুয়ারি খসড়া ও ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ নির্বাচন ভবনে নাসির উদ্দীন কমিশনের প্রথম বৈঠক

২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আর ২ মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সোমবার প্রধান নির্বাচন কশিমনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের নেতৃত্ব¡াধীন নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে জানুয়ারির ২ তারিখ খসড়া ও মার্চের ২ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শতভাগ শুদ্ধতার সঙ্গে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা। 
বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান সিইসি এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নতুন ইসির প্রথম প্রথম বৈঠক শুরু হয় হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। 
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১ জানুয়ারির মধ্যে যারা ভোটার যোগ্য হয়ে যায় তাদের তথ্যটা আমরা ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে শুনানিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চূড়ান্ত করে থাকি। ২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত তালিকা হয়ে যাবে এবং এই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু যারা বাদ পড়বেন আমরা চাই তারা ভোটার তালিকায় যুক্ত হোক। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। 
এই বাদ পড়া ভোটাররা ছাড়াও ২০২৫ সালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। এর মধ্য দিয়ে আমরা আমাদের তালিকাটা চেক করে নিতে পারবো। যারা মারা গেছেন, তাদের তালিকা একটা ফরমে না নেওয়া পর্যন্ত বাদ দেওয়া যায় না। আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন মৃত ভোটারও কর্তন করা হবে।

কারও ঠিকানা পরিবর্তন হলে তা ঠিক করে দেওয়া হবে এবং কোথাও দ্বৈত ভোটার থাকলেও তা বাদ দেওয়া যাবে। মো. সানাউল্লাহ জানান, বাড়ি বাড়ি গিয়ে কার্যক্রম সম্পন্ন করতে আমাদের আনুমানিক ছয় মাস সময় লাগবে। তবে চলতি বছর আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে না নির্বাচন কমিশন। পুরনো তথ্যেই প্রকাশ করা হবে এবারের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। 
মো. সানাউল্লাহ জানান, সোমবার কমিশনের প্রথম সভা হলো। এতে চার নির্বাচন কমিশনারের নেতৃত্বে চারটি কমিটি হয়েছে। গঠিত চারটি কমিটির মধ্যে এনআইডি, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। আইন ও বিধিমালা সংস্কার কমিটির প্রধান আবদুর রহমানেল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আর নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও দক্ষতা উন্নয়ন কমিটির প্রধান বেগম তহমিদা আহমদ।
মো. সানাউল্লাহ জানান, প্রতি বছর ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে। এ বছর এ পর্যন্ত ভোটার হওয়ার যোগ্য ১৭ লাখ মানুষের তথ্য আমাদের হাতে রয়েছে, যেটা ২০২৫ সালের ২ জানুয়ারি আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেননি। 
মো. সানাউল্লাহ জানান, আনুমানিক ৪৫ লাখ হতো ভোটার যোগ্য মানুষের তথ্য সংখ্যাটা। কিন্তু আমাদের হাতে যে ১৭ লাখ তথ্য আছে তার মধ্যে ১৩ লাখ আমরা ২০২২ সালে সংগ্রহ করেছি। আর বাকি চার লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এ বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ আমাদের ধারণা ২৭ থেকে ২৮ লাখ ভোটার নিবন্ধিত হয়নি। এই বাস্তবতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই বছরে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় হালনাগাদটা সম্পন্ন হবে।
মো. সানাউল্লাহ জানান, যখনই একটা নির্বাচন আসবে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিশেষ অধ্যাদেশ জারি করে হোক বা যেভাবেই হোক, যারা ভোটার হওয়ার যোগ্য তাদের যেন তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি, সে বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে