ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দেওয়া রায় নিয়ে প্রশ্ন তুলেছেন।
সব আসামি খালাস পাওয়ায় তার প্রশ্ন, তাহলে এই জঘণ্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে?’
সোমবার দুপুর ১টার দিকে বিবিসি বাংলার একটি প্রতিবেদনের স্ক্রিন শট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে এই প্রশ্ন তুলেছেন সোহেল তাজ।
স্ক্রিন শটটি শেয়ার করে ক্যাপশনে সোহেল তাজ বলেন, তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে?’
তিনি লিখেছেন, হতভাগা একটা দেশ বাংলাদেশ- যেই দেশে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা থাকে না, সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। কারণ একটি সমৃদ্ধশালী দেশ গড়তে লাগে সুশাসন, আর সুশাসন কায়েমের পূর্বশর্ত হচ্ছে ন্যায়বিচার এবং আইনের শাসন।’
কিন্তু যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনীতির কালচার সব কিছু ধ্বংস করে দিয়েছে I একেক দল/গোষ্ঠী একেকবার ক্ষমতায় আসে, আর তাদের মত করে বিচারব্যবস্থাকে ম্যানিপুলেট করে। সাধারণ মানুষ দিশেহারা/অসহায়- জানে না কোনটা সত্য আর কোনটা বানোয়াট।’
সবশেষে বিঃ দ্রঃ দিয়ে সোহেল তাজের ফের প্রশ্ন, ‘কে দায়ী?
ফুয়াদ