![‘মাদারল্যান্ড অর ডেথ’ স্ট্যাটাস দিল হাসনাত ‘মাদারল্যান্ড অর ডেথ’ স্ট্যাটাস দিল হাসনাত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১৫-2412021657.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ (ফাইল ফটো)
সোমবার( নভেম্বর) রাত ১০ টার দিকে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ভারতের সঙ্গে কোনো আপস হবে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত বলেন, গত পঞ্চাশ বছরে বাংলাদেশ ভারতে সঙ্গে আপস, আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। কিন্তু ফলাফল প্রায়শই হতাশাজনক- বিশ্বাসঘাতকতা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা।
তিনি বলেন, এখন সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির। আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে, দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আর কোনো অন্যায় আপস হবে না। আমরা যা ন্যায়সঙ্গতভাবে আমাদের অধিকার, তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব।
তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে, দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ অদলযোগ্য, এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
সবশেষে তিনি মাতৃভূমি অথবা মৃত্যু লিখে তার লেখা শেষ করেন।
নাহিদা