৬৫ বছর বৃদ্ধের বিরুদ্ধে ৫/৬ টি বিয়ে সহ স্ত্রী, সন্তান, পরিবার ও প্রতিবেশিদের নানা ভাবে হয়রানি ও অত্যাচারের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামের বাসিন্দা তিনি।
নাম তার মোঃ আবছার উদ্দিন মোগল। সত্তর বছর বয়সেই বিয়ে করেছেন ৫/৬ টি ।অনেকগুলো বিয়ে করা সত্বেও বর্তমানে একজন স্ত্রীও তার সংসারে নেই। সারা দিন জুয়া,মাদকের নেশায় মত্ত হয়ে থাকেন এমন অভিযোগ তার নিজ সন্তান হুমায়ুন মোগলের।
হুমায়ুন বলেন, আমার পিতা একজন নিষ্ঠুর ও পাষান হৃদয়ের মানুষ।বাবার নেশা শুধু বিয়ে করা আর জুয়া খেলা। আমরা আগের ঘরের চার ভাই বোন সহ পরের ঘর মিলে ৬ ভাই বোন।
বাবা কোন দিন আমাদের খোঁজ খবর ও যত্ন করেনি। আমার বোনেরা গামেন্টন্স এ চাকুরী করে, মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করেছেন। বাবার কৃতকর্মের জন্য আমার মা তাকে ফেলে রেখে তালাক দিয়ে চলে যায় আমরা তখন অনেক ছোট।বাবা পুনরায় বিয়ে করলে সৎ মায়ের অনেক অত্যাচার সহ্য করে আমরা বড় হয়েছি। সুখ কি জিনিস আমরা আজও জানিনা।
এই বয়সে এসে বাবা আবার বিয়ের জন্য পাগল হয়েগেছে।বাবাকে বিয়ে করাইনা বলে শনিবার(৩০নভেম্বর) সকালে আমাদের থাকার এক মাত্র বসত ঘরটি কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে।আমরা এখন কোথায় থাকবো, কোথায় যাব বলতে পারছি না এ কথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন এক মাত্র ছেলে হুমায়ুন মোগল।
এ ব্যপারে সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাবু বলেন, লোকটা বেশ কয়েকটি বিয়ে করেছে তাছাড়াও তার বেশ কিছু খারাপ অভ্যাসও আছে। আমি নিজেও তার বিয়ের ছাড়াছাড়ি সংক্রান্ত বেশ কয়েকটি দরবার করেছি।অনেক সমস্যা লোকটির মধ্যে। তাছাড়া তার স্ত্রী,পুত্র পরিবার ও প্রতিবেশিদের সাথে খুব খারাপ আচরন করে লোকটার সঠিক বিচার হওয়া দরকার।
ফুয়াদ