ছবি: সংগৃহীত।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এ রিট দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হতে পারে।
রিটে বলা হয়েছে, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৯ ধারার আওতায় ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে হবে। পাশাপাশি বাংলাদেশে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন আদালত নির্দেশনা প্রদান করবেন না, তা জানতে চেয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।
রিটকারীর আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেলগুলোর মধ্যে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা ইত্যাদি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার আবেদন জানানো হয়েছে।
তিনি দাবি করেছেন, এসব চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এর পাশাপাশি, ভারতীয় টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, যা যুবসমাজকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। এসব কারণে, ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবিতে রিট দায়ের করা হয়েছে।
আইনজীবী আরও বলেন, ভারতীয় চ্যানেলগুলোর নিয়মিত সম্প্রচারে বাংলাদেশের সামাজিক কাঠামো এবং সংস্কৃতির প্রতি অবজ্ঞা প্রকাশিত হচ্ছে, যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করতে পারে। তিনি এ বিষয়ে সরকারের কাছে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
নুসরাত