অন্তর্বতী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বতী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গভীর উদ্বিগ্ন। এই ধরনের ঘটনা কূটনৈতিক নিয়মের গুরুতর লঙ্ঘন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি রাখে।
উল্লেখ্য, সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। হাইকমিশনের সামনে হিন্দু সংঘর্ষ সমিতি আয়োজিত একটি সভায় এমন ঘটনা ঘটে বলে জানা যায়।
জানা গেছে, ভারতের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে প্রতিবাদের অংশ হিসেবে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে হাইকমিশনে যায়। তবে এ সময় কিছু যুবক অফিসে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং অফিসের ভেতরে ভাঙচুর চালায়।
ঘটনার পরপরই ত্রিপুরা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করে। এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। হিন্দু সংঘর্ষ সমিতির পক্ষ থেকে জানানো হয়, হামলার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।
নাহিদা