ছবি সংগৃহীত
ভারতের সঙ্গে সকল চুক্তি উন্মোচন, অসম ও পরিবেশবিরোধী সকল চুক্তি বাতিল করাসহ ৬ দফা দাবি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি।
সোমবার বাংলামোটরে নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দফা ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন।
তাদের অন্যান্য আরও দাবিগুলো হলো- ভারত-বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যার নিশ্চিত করতে হবে; দ্রব্যমূল্যে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে; গত ১৫ বছরে হিন্দু-বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের ওপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে; পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য স্পষ্ট ভূমিকা নিতে হবে এবং অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে।
আখতার হোসেন জানান, এসব দাবিতে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক কমিটি।
ইসরাত