ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে, হাইকমিশনের সামনে হিন্দু সংঘর্ষ সমিতি আয়োজিত একটি সভার পর এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ভারতের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে প্রতিবাদের অংশ হিসেবে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে হাইকমিশনে যায়। তবে এ সময় কিছু যুবক অফিসে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং অফিসের ভেতরে ভাঙচুর চালায়।
ঘটনার পরপরই ত্রিপুরা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করে। এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। হিন্দু সংঘর্ষ সমিতির পক্ষ থেকে জানানো হয়, হামলার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।
একই ইস্যুতে কোচবিহারে সনাতনী হিন্দু মঞ্চ প্রতিবাদ জানিয়ে কুশপুত্তলিকা দাহ করে এবং সীমান্ত এলাকায় বিক্ষোভ মিছিল করে। এছাড়াও পেট্রাপোল সীমান্তে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবি জানানো হয়।
নাহিদা