প্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে সাধারণ মানুষের সন্তুষ্টি নেই। সম্প্রতি কমিশনের আয়োজিত একটি গণশুনানিতে এমন অভিযোগ পাওয়া গেছে। কমিশন প্রধান আরও জানান, জনগণের মতামত সংগ্রহ করা হচ্ছে এবং কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে।
সচিবালয়ে প্রশাসন সংস্কার কমিশনের ১১তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল মঈদ চৌধুরী বলেন, “সাধারণ মানুষের কথা শোনা হচ্ছে এবং কমিশন তাদের মতামত অনুযায়ী সুপারিশ করবে। তবে সব সুপারিশ বাস্তবায়ন হবে কিনা, তা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি যে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে এবং এর জন্য কাঠামোগত পরিবর্তন আসবে।”
এ সময় জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানও মন্তব্য করেন, “প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্যাডার পরিচয় নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব রয়েছে। তাই কমিশন সুপারিশ করবে যে বিসিএস-এর প্রতি ডিসিপ্লিনের পরিচয় অনুযায়ী তাঁদের পরিচিতি পাওয়া উচিত।” তিনি আরও জানান, কমিশন জনপ্রশাসন শব্দটি বাদ দিয়ে জনসেবা শব্দটি ব্যবহারের সুপারিশ করবে।
কমিশনের সদস্য মেহেদী হাসান বলেন, “কোনও সরকারি কর্মকর্তা বা সচিব পলিটিক্যাল বক্তব্য দেবেন না, তাঁরা তাঁদের কাজের দায়িত্ব পালন করবেন।” তিনি যোগ করেন, “আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব যাতে এই ধরনের নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি না হয়।”
রাজু