ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশ থেকে ১৩৫ কোটি টাকা মূল্যের বকেয়া বিদ্যুৎ বিল ফেরত চাইলো ত্রিপুরা

প্রকাশিত: ১৮:২৩, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৮:২৯, ২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ থেকে ১৩৫ কোটি টাকা মূল্যের বকেয়া বিদ্যুৎ বিল ফেরত চাইলো ত্রিপুরা

ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বর্তমানে বকেয়া বিলের পরিমাণ ১৩৫ কোটি টাকা, যা পরিশোধের জন্য ত্রিপুরা সরকার বাংলাদেশের কাছে দাবি জানিয়েছে।

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন নাথ জানিয়েছেন, বাংলাদেশ নিয়মিত বিল পরিশোধ করলেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এখনও বকেয়া রয়েছে। তিনি বলেন, প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ছয় টাকা ৬৫ পয়সা করে ধার্য করা হয়েছে। তবে বকেয়া ১০০ কোটি টাকার সীমা অতিক্রম করার পর চলতি বছরের মে মাসে ত্রিপুরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল।

রতন নাথ আরও জানান, বকেয়া আদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন এবং বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছেন।

বাংলাদেশে বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি নিয়ে চলমান জটিলতা আরও বেড়েছে। আদানি গোষ্ঠী দাবি করেছে, তাদের কাছে বিদ্যুতের বকেয়া বিল বাবদ ৮০ কোটি ডলার পাওনা রয়েছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ডলার সংকট সত্ত্বেও ইতিমধ্যে ১৫ কোটি ডলার পরিশোধ করা হয়েছে এবং বাকি পরিমাণও শীঘ্রই দেওয়া হবে।

এছাড়া, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ও গ্রেফতারির ফলে কিছু এলাকায় অশান্তি দেখা দিয়েছে। ভারতের সরকারও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নাহিদা

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে