ইসির প্রথম সভা
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, আগামী বছর ২ মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে ইসি।
হালনাগাতকৃত এসব ভোটার ২০২৬ সালে নতুন ভোটার হিসাবে যুক্ত হবে।
আজ সোমবার(২রা ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে নতুন ইসির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল(অব.)আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন,বর্তমানে ১৭ লাখ ভোটারের তথ্য আমাদের হাতে সংগ্রহ রয়েছে। এসব নাগরিক আগামী এক জানুয়ারি নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবে। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্য সবসময় পূর্ণাঙ্গ হয় না।
কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন না। এই সংখ্যাটা আনুমানিক ৪৫ লাখের মতো হতে পারতো। আমাদের হাতে যে ১৭ লাখ নাগরিকের তথ্য আছে তার মধ্যে ১৩ লাখ নাগরিকের তথ্য ২০২২ সালে আমরা সংগ্রহ করেছিলাম। আর চার লাখ বিভিন্ন অফিসে এসে এ বছর ভোটার নিবন্ধন করেছেন।
আমাদের ডেটা অনুযায়ী আরো ২৭ থেকে ২৮ লাখ ভোটার নিবন্ধিত হননি, কিন্তু ভোটার হওয়ার যোগ্য। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি,২ মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্যহ করবো এবং যারা মারা গেছে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিব। এর মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ তথ্য বের করতে পারবো।
সাইদুর