ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

দেশ ভালো না লাগলে বাইরে চলে যান : সেলিম প্রধান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩:০২, ২ ডিসেম্বর ২০২৪

দেশ ভালো না লাগলে বাইরে চলে যান : সেলিম প্রধান

রূপগঞ্জের সমাজসেবক ও জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান বলেছেন, আপনি মনে করেন আপনি বাংলাদেশের নাগরিক, কিন্তু আপনার এখানে ভালো লাগেনা। আপনি পাশের দেশকে ভালবাসেন। তাহেলে আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে হাত ধরে সেখানে চলে যান। আমাদের দেশটা নষ্ট করবেন না।

সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শনিবার বেলা ১১ টার দিকে বারিধারার নিজ অফিসে এসব কথা বলেন।

সংবাদমাধ্যমকে সেলিম প্রধান বলেন, বাংলাদেশের গর্ব করা উচিত। আমরা ভাগ্যবান কারণ, স্বাধীনতার পরে যেসব প্রতিবাদ করতে পারি নাই তা আজ করতে পারছি। যারা মনে করেন আপনি বাংলাদেশের নাগরিক, আপনার এখানে ভালো লাগেনা। আপনি পাশের দেশকে ভালবাসেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে হাত ধরে সেখানে চলে যান। আমাদের দেশটা নষ্ট করবেন না।

তিনি আরও বলেন, যদি আপনারা মনে করেন যে ওইটা আপনাদের বাড়ি, আর এখানে আপনি ষড়যন্ত্র করবেন তাইলে আমরা ১৮ কোটি লোক কিন্তু বসে থাকবো না। আর যারা বাড়িতে বসে বসে শুধু ক্যামেরায় দেখেন, টিভিতে দেখেন, বলি দেখি কি হয় দেখি কি হয় আমি সবাইকে আবার অনুরোধ করব যেকোনো সময় যে কোন মুহূর্তে আমরা যেন একসাথে থাকি। আমাদের একসাথে থাকতেই হবে এর কোন বিকল্প নাই।

কোন ষড়যন্ত্রই কাজে লাগবে না। যারা এদেশের মাটিতে জন্ম নিয়েছে আমি তাদেরকে বলবো, দেশ মানে কি জানেন? দেশ মানে হলো মা। ষড়যন্ত্রকারী যারা ষড়যন্ত্র করেছেন  আমি তাদের স্পষ্ট একটা কথা বলতে চাই, আপনি দেশের সাথে ষড়যন্ত্র করছেন তা না, আপনি নিজের মার সাথে ষড়যন্ত্র করতেছেন, নিজের বাবার সাথে ষড়যন্ত্র করতেছেন, আপনি নিজের পরিচয় এর সাথে ষড়যন্ত্র করতেছেন। আপনি দোজখেও জায়গা পাবেন না এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান। আমাদের প্রধান প্রতিষ্ঠার কাছে আমার আশা, এই দেশটা যেভাবে পরিবর্তিত হয়েছে সেভাবেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।- আরও যোগ করেন তিনি।

উল্লেখ্য, সেলিম প্রধানের উত্থান ঘটে ওয়ান ইলেভেনের সময়। ওয়ান ইলেভেন সরকারের অনুমতি নিয়েই তিনি বাংলাদেশে প্রথম বেসরকারি খাতে সিকিউরিটি প্রিন্টিং প্রেস তৈরি করেন। তিনি জাপান থেকে অর্থায়ন করে প্রিন্টিং প্রেস করেছেন বলে তার আয়কর বিবরণীতে উল্লেখ আছে। আর তিনি আলোচনায় আসেন অনলাইন ক্যাসিনোর মাধ্যমে।

এমএম

×