জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি সংগৃহীত
জনপ্রশাসনে ‘ক্যাডার’ শব্দটি বাদ দিয়ে সিভিল সার্ভিস করার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সংস্কার কমিশনের সদস্য ড. মোখলেস উর রহমান।
রবিবার সচিবালয়ে সংস্কার কমিশনের বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. মোখলেস উর রহমান বলেন, ‘প্রশাসনে ক্যাডার শব্দটি একেবরে বাদ দিয়ে সিভিল সার্ভিস করার প্রস্তাব দেওয়া হবে। এসিল্যান্ড, রেজিস্ট্রি অফিস সম্পর্কে বাজে ধারণা আছে অনেকের। সেখান থেকে দুর্নীতি দূর করতে কিছু প্রস্তাবনা দেওয়া হবে। সাংবাদিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসা হবে। মানুষ যে পরিবর্তন চায় তা করতেই এই সরকার এসেছে। এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে। সামনের দিনে আরও পরিবর্তন দেখা যাবে।’
ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান বলেন, ‘সরকারি কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিবে না। জনগণের হয়ে কাজ করবে।’
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘জনপ্রশাসনে কাঠামোগত পরিবর্তন করার সুপারিশ করবে কমিশন। যেন রাজনৈতিক আবহ সরকারি কর্মকর্তাদের মধ্যে না থাকে। এর সঙ্গে সংবিধানসহ অন্যান্য সংস্কারও সংশ্লিষ্ট।’
ইসরাত