বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেও অনুমতি পাননি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ৫৪ জন ভক্ত। শনিবার (৩০ নভেম্বর) দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসব ভক্ত ধর্মীয় আনুষ্ঠানিকতার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য বেনাপোলে উপস্থিত হন। তবে দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশ জানায়, তারা ভারতে প্রবেশের অনুমতি পাবেন না। ফলে তাদের ফিরে যেতে হয়।
যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে, ফেরত পাঠানো ভক্তরা জানান, তারা ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, তাদের যাত্রা সন্দেহজনক মনে হওয়ায় ভ্রমণ বন্ধ রাখা হয়েছে।
ফিরিয়ে দেওয়া ভক্তদের বেশিরভাগই ছিলেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত। তারা ইসকনের ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিষয়টি নিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষ বা ইসকন ভক্তদের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।