বাংলাদেশে কলকাতাগামী বাসের উপরে হামলা চালানোর অভিযোগ উঠিয়ে দি হিন্দুস্থান টাইমস বলছে ,কলকাতাগামী বাসে ধাক্কা মেরেছে একটি ট্রাক। শুধু তাই নয়, আতঙ্কিত বাসযাত্রীদের ঘিরে ধরে ভারত-বিরোধী স্লোগান তোলা হয়েছে বলেও অভিযোগ করেছেন ত্রিপুরার পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিষয়টি নিয়ে আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও মন্তব্য না করা হলেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশ যদি শুধরে যায় তো ভালো, নাহলে ফল ভুগতে হবে।
এমনিতে যে বাসে হামলা চালানোর অভিযোগ উঠেছে, তা ত্রিপুরা থেকে কলকাতায় আসছিল। ত্রিপুরার পরিবহণ মন্ত্রী বলেছেন, ‘ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া বিশ্বরোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহণের একটি বাস। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা। বাসটি বিশ্বরোডের এক পাস ধরেই যাচ্ছিল। হঠাৎ বাসটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক।
অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বলেছেন, এরকম ঘটনা যে ঘটবে, সেটা ভাবাই যায়নি। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সেটা কোনও মূল্যেই মেনে নেওয়া যাবে না। ওরা যদি নিজেদের শুধরে না নেয়, তাহলে ফল ভুগতে হবে। আমি আরও অন্যান্য তথ্য শুনছি। সেগুলি যাচাই করার পরই আমি বলব। কিন্তু ওখানে যা হচ্ছে, সেটা মোটেও ভালো নয়।
ফুয়াদ