এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন আরেক যুগ্ম আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সজীব হোসেন।
শনিবার (৩০ নভেম্বর) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটিতে ‘চরম বৈষম্য’ হয়েছে দাবি করে যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সজীব।
লিখিত বক্তব্যে সজীব বলেন, ‘সম্প্রতি ঘোষিত কমিটিতে চরম বৈষম্যের শিকার হয়েছেন নিবেদিত প্রাণরা। যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন, সেখানে এই কমিটিতে তাদের পুনর্বাসন করা হয়েছে। এটি আমাদের জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।’
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার একদিন পরই নৈতিকতার প্রশ্ন তুলে অব্যাহতি নেন যুগ্ম আহবায়ক-১ মাসুম বিল্লাহ।
ফুয়াদ