ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

ডিসেম্বরে চাকরিজীবীরা পেতে পারেন টানা ৪ দিনের ছুটি

প্রকাশিত: ০২:৪৭, ১ ডিসেম্বর ২০২৪

ডিসেম্বরে চাকরিজীবীরা পেতে পারেন টানা ৪ দিনের ছুটি

চাকরী জীবনে ছুটি কার না চাই।সবারই ছুটি কাটাতে কমবেশি ভালো লাগে।আসছে ডিসেম্বরে এবার টানা ছুটি পেতে যাচ্ছেন সরকারী-বেসরকারি চাকরিজীবীরা।

সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা ছুটি পেতে পারেন তারা। ২০২৪ সালের ডিসেম্বরে সাধারণ ছুটির মধ্যে রয়েছে বিজয় দিবস ও বড়দিনের ছুটি। ১৬ ডিসেম্বর সোমবার।

রবিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই শুক্র ও শনিবার মিলিয়ে টানা ৪ দিনের ছুটি নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া ২৫ ডিসেম্বর বুধবার। তাই বৃহস্পতিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চারদিন ছুটি পেতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ‍দুদিন ছুটি পালন করা হবে।

 

ফুয়াদ

×