ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

এক টাকার খবরের সাংবাদিক মুন্নী সাহা এখন পরিবারের জিম্মায়

প্রকাশিত: ০২:০২, ১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০২:০৩, ১ ডিসেম্বর ২০২৪

এক টাকার খবরের সাংবাদিক মুন্নী সাহা এখন পরিবারের জিম্মায়

শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুপ্ত জনতার তোপের মুখে পড়েন মুন্নী সাহা।পরে পুলিশের হস্তক্ষেপে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।যেখানে যাত্রাবাড়ী থানার এক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

 

ডিবি কার্যালয় সূত্রে বলছে, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিচ্ছে পুলিশ। এজন্য চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।  ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

রাত সাড়ে ১২টার দিকে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশ মুন্নি সাহাকে আটক করেনি।স্থানীয় জনতা তাকে আটক করলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

উল্লেখ্য সাংবাদিক মুন্নী সাহা এটিএন নিউজের শুরু থেকে টিভি চ্যানেলেটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সালের ৩১ মে এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামের নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি।

 

ফুয়াদ

×