ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে আরএসএস’র হুশিয়ারি

প্রকাশিত: ১৮:১৩, ৩০ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:১৫, ৩০ নভেম্বর ২০২৪

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে আরএসএস’র হুশিয়ারি

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন বন্ধ করে ইসকন সন্ন্যাসী চিণ্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা বলে অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)

আজ শনিবার এই বার্তা পাঠিয়েছে আরএসএস।

আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশে ইসলামি মৌলবাদীদের দ্বারা হিন্দু, নারী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের মতো অমানবিক নির্যাতনকে আমরা নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “বর্তমান বাংলাদেশ সরকার এবং অন্যান্য সংস্থা এই ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং তারা নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে।”

হোসাবালে বলেন, “হিন্দুদের আত্মরক্ষার জন্য গণতান্ত্রিকভাবে উত্থাপিত কণ্ঠকে দমন করতে বাংলাদেশে নতুন দুঃশাসন এবং নির্যাতনের একটি পর্যায় দেখা যাচ্ছে।”

তিনি বলেন, "এটা অযৌক্তিক যে বাংলাদেশ সরকার, শান্তিপূর্ণ বিক্ষোভ পরিচালনা করা ইস্কন সন্ন্যাসী চিণ্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠিয়েছে।"

গত সোমবার বাংলাদেশ পুলিশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় চিণ্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে।

তানজিলা

×