ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

তিন নদীর মোহনায় শতকবির মিলনমেলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৬:৫৫, ৩০ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:৫৭, ৩০ নভেম্বর ২০২৪

তিন নদীর মোহনায় শতকবির মিলনমেলা

সুতি, সাঁইডুলি ও পাটেশ্বরী এ তিন নদীর মোহনা খ্যাত কেন্দুয়া উপজেলার গোগবাজারে শনিবার শতকবির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। চর্চা সাহিত্য আড্ডা নামে কেন্দুয়া উপজেলা সদরের একটি সাহিত্য সংগঠন দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করে। 

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে শতকবির মিলনমেলা উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। চর্চা সাহিত্য আড্ডার সভাপতি গীতিকার মির্জা রফিকুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। স্বাগত বক্তৃতা করেন চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী ছড়াকার ও সাংবাদিক রহমান জীবন। উদ্বোধনের পর গোগবাজারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

দিনব্যাপী শতকবির মিলনমেলার অন্যান্য অনুষ্ঠানসূচিতে ছিল: সাহিত্যপত্রিকা ‘অতল’ এর মোড়ক উন্মোচন, স্বরচিত ছড়া-কবিতা পাঠ, গুণিজন সম্মাননা ও বাউলগানের আসর। স্বরচিত ছড়া-কবিতা পাঠ পর্বে নেত্রকোনার দশ উপজেলা ছাড়াও বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার শতাধিক কবি এবং ছড়াকার অংশগ্রহণ করেন। গুণীজন সম্মাননা পর্বে কেন্দুয়া উপজেলার তিন বরেণ্য লোকশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী, বাউল সুনীল কর্মকার ও সালাম সরকারকে সম্মাননা দেয়া হয়। বিকেল থেকে অনুষ্ঠিত হয় বাউলগান। 

চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবন জানান, ‘কবি-সাহিত্যিকদের নিয়ে কেন্দুয়া উপজেলায় এত বড় আয়োজন এটিই প্রথম। আমরা শতকবির মিলনমেলার আয়োজন করেছিলাম। কিন্তু অসংখ্য কবি-সাহিত্যিক-গীতিকার ও গায়কের উপস্থিতিতে অনুষ্ঠানটি আর শতকবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এক কথায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। কবি-সাহিত্যিকদের পাশাপাশি এলাকারও অসংখ্য মানুষ এসে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রতিবছরই এ ধরনের একটি আয়োজন করার চেষ্টা থাকবে আমাদের।’

নাহিদা

×