বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
লড়াই এখনো শেষ হয়নি, ভারতে বসে বাংলাদেশকে অস্থির করার সর্বোচ্চ চেষ্টা করছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রেসক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে এখনো চক্রান্ত চলছে। এদেরকে প্রতিহত করতে হবে। এরা ভারতের দালাল। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা প্রস্তুত আছি, কেউ আমাদের দমাতে পারবে না।
আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে উস্কানি দিচ্ছে।
সরকারের দায়িত্ব এসকল ষড়যন্ত্রকে ধুলিসাৎ করে এমন এক নির্বাচন দেওয়া যেখানে সবাই নিজের পছন্দের ব্যক্তিকে স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
ধর্মের নামে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন আরেক সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের ৭ম কাউন্সিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, এতকিছু হয়ে যাচ্ছে, একজন আইনজীবি মারা গেছেন সবাই ভেবেছে অনেক প্রতিক্রিয়া হবে। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাদের ধৈর্যগুণ অনেক বেশি। বাংলাদেশে এখন যেসব ঘটনা ঘটছে সেগুলো গভীরভাবে দেখতে হবে বলেও জানান তিনি।
নাহিদা