বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও একজন আইনজীবীর মৃত্যুর ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার আদালত পাড়া ও কোতোয়ালি থানা এলাকায় ইসকন সমর্থকদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন, ৩৯ জনকে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সংঘর্ষের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও সিসিটিভি ফুটেজ দেখে আরও কয়েকজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
এদিকে শনিবার সকালে(৩০ নভেম্বর) চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা জামাল উদ্দীন। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই ১১৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে।শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানায় এ দুটি মামলা করা হয়েছে।
নাহিদা