নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সাড়ে তিন মাসের মধ্যে অনেক প্রশ্ন উঠে গেছে। এই সরকার কি ঠিকমত পারছে?
আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানসহ যাবতীয় সমস্যা সমাধান হচ্ছে কিনা আমরা কেউই নিশ্চিত হতে পারছি না। তাঁর মানে এই বিপ্লব নিয়েই এখন প্রশ্ন উঠেছে।সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে মান্না এ কথা বলেন।
নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না আরো বলেন, আন্দোলনের ছাত্ররাই এখন বলছে তাঁদের একটা বিপ্লবী সরকার করা দরকার ছিল।তারঁ মানে ওই দিনই (৫ আগস্ট) তাঁদের মাথায় বিপ্লবী সরকার করতে হবে এটা তাঁদের মাথায় আসে নি।তবে এটা মানতেই হবে,পুরো ঘটনার মধ্যে অসাধারণ সব বিপ্লবী গুণাগুণ ছিল।
সেনাবাহিনীর কথা উল্লেখ করে মি.মান্না বলেন, একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না ।ওনি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ডেকে বলেছিলেন,গুলি চালাতে থাক আমি ক্ষমতা ছাড়ব না। কিন্তু সেনা প্রধান জবাব দিয়েছিলেন ম্যাডাম এটা সম্ভব নয়।একজনকে মারলে আরেকজন দাঁড়িয়ে যায়।আমি পারব না ।
বিমান বাহিনীর কথা উল্লেখ করে মি. মান্না আরো বলেন, বিমান বাহিনীর প্রধানকে হাসিনা বলেছিলেন,আকাশ থেকে ট্র্যাপিং করতে থাক, যত লোক মরুক আমি কেয়ার করি না।আমি ক্ষমতায় থাকতে চাই।কিন্তু ওনি বলেছিলেন আমরাতো করছি কিন্তু একটা পড়েতো আরেকটা দাঁড়িয়ে যায়,এরকম কত করতে পারবেন আপনি।আর সেই কারণে শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার যখন বলেছিলেন আপনার চলে যেতে হবে তাঁর (শেখ হাসিনা) চলে যেতে হয়েছে।
রাশা বিপ্লব,তাহরির বিপ্লবের কথা উল্লেখ করে মান্না আরো বলেন,আমাদের দেশে বিশ দিনে দেড় হাজার এর বেশি মানুষ জীবন দিয়েছে। যেটি পৃথিবীর ইতিহাসে বিরল।তাঁর মানে হল মানুষ যখন জীবনের মায়া ছেড়ে দেয় তখন তাঁর মানে, তাঁর সামনের লক্ষ্য আরো অনেক বড় এবং সে আরো বড় কিছু চায়।আওয়ামী লীগ এবং তাঁর কিছু দোসর ছাড়া আর প্রত্যেকে এই অভ্যুথ্বানে যোগ দিয়েছিলল
বিপ্লবের পরে যখন তিন মাসের মধ্যে বিএনপি, ভোট চাইল তখন মানুষতা পছন্দ করে নি ।
বিএপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে মান্না বলেন,বেগম জিয়া এখনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সে রাস্তা দিয়ে আর কেউ চলতে পারবে না।তিনি যেখানেই যান মানুষের ভিড় এত বেশি হবে।কিন্তু তার পরে ও মানুষ বিএনপির তিন মাসের মধ্যে নির্বাচন চাওয়া পছন্দ করে নি।তাঁর মানে এই মানুষগুলাও অসাধারণ তাঁর ধৈয্য ও অনেক বেশি।তাঁর প্রত্যাশা যত বেশি তাঁর জন্য সে অপেক্ষা করতে ও রাজি আছে।এত চমৎকার একটা পরিবেশে এই দেশ বদলাবার জন্য আমরা এখনো কথা বলেই যাচ্ছি।
ফুয়াদ