ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

গণঅভ্যুত্থানের ওপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণের অনুমোদন

প্রকাশিত: ১২:৪৫, ২৯ নভেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানের ওপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণের অনুমোদন

মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ।

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ  নির্মাণ প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ।

সচিবালয়ে  আয়োজিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন এর আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উল্টো পাশে হবার সিদ্ধান্ত হলেও তা এখন হচ্ছে না। 

সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক স্থানগুলো যথাসম্ভব সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। 

বৈঠকে জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের ওপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণেরও অনুমোদন দেয়া হয় এছাড়া দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনির্ধারিত ভাবে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আর কে

×