ঢালিউড নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে ঢালিউড নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি উল্লেখ করেন, যারা দেশের ভেতরে ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের শেখ হাসিনার পলায়নের ঘটনা মনে করিয়ে দেওয়া প্রয়োজন।
সেখানে তিনি লিখেছেন, দেশের ভেতরে ও বাইরে বসে যারা বীণ বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলব।
ফারুকী বলেন, একই সঙ্গে সবার প্রতি আহ্বান আমরা যেন একটু সংযমের পরিচয় দিই। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি।
নাহিদা