ডাঃ জাহেদ উর রহমান
প্রবাদ আছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। বিএনপি তো আসলে ঘর পোড়া গরু। ১/১১ সরকারের সময় বিএনপিকে ভেঙ্গে ফেলতে চাওয়া হয়েছিল। কিন্তু ভাঙ্গা সম্ভব হয়নি বলে মন্তব্রে করেছেন, ডা. জাহেদ।
সম্প্রতি তিনি বাংলাদেশ টেলিভিশনে এক টকশোতে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারত আসলে প্রকৃত পক্ষে বিএনপিকে পছন্দ করে না। আওয়ামী লীগের কাছে ভারত যা চাচ্ছে তাই পেয়েছে। বরং শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার একটা বড় কারণ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে।
ডা. জাহেদ বলেন, দেশের ভিতর সংস্কার নিয়ে যত জল্পনা-কল্পনা হচ্ছে- সেটা আমরা বলতে পারি সংসদে যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয়। সেক্ষেত্রে এমনও হতে পারে সরকার গঠন করার মতো সংখ্যা গরিষ্টতা হলো না। তখন কি হবে? নতুন আরও নানান আলোচনা-সমালোচনা হচ্ছে এবং বিপ্লবী সরকার গঠন করার কথা বলা হচ্ছে।
তিনি বলেন, বিএনপিতো আসলো একটা বিপ্লবী দল না। তারা নির্বাচন মুখি দল। মির্জা ফখরুল সাহেবও বলেছেন আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের নির্বাচিত করবেন। তারা সরকার গঠন করবেন। কথা হচ্ছে নতনু সংবিধান তৈরি করতে হবে। কিন্তু সেই নতুন সংবিধান তৈরি করতে গেলেও ৫-৬ বছর লেগে যেতে পারে। সে জন্য বিএনপি তার অতীত অভিজ্ঞতার কারণে ভয় পাচ্ছে। ভয় পাওয়া স্বাভাবিক।
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির মতো অত্যাচার-নিপীড়নের মুখোমুখি কোনো বিরোধী দলই হয়নি। এতো কিছুর পরও আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপিকে ভাঙতে পারেনি।
প্রসঙ্গত, ডাঃ জাহেদ উর রহমান একজন সমালোচিত অমীমাংসিত চিকিৎসক, রাজনীতিবিদ, কলাম লেখক। তিনি নাগরিক ঐক্যের রাজনীতির সাথে জড়িত।
শহিদ