চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক গতকাল বুধবার রাতে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ট্রাকের চালক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা মজিবুর রহমান (৪০) ও তাঁর ছেলে, ট্রাকের সহকারী রিফাত মিয়া (১৮)-কে আসামি করা হয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার(নভেম্বর) তাঁদের আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে লোহাগাড়া থানার পুলিশ কর্মকর্তা এনায়েত উল্লাহ প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। এসময় একটি প্রাইভেট কার মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক সেটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটির সামনের বাঁ অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা সফরসঙ্গীদের কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া করে চালক ও সহকারীকে আটক করেন এবং পরে তাঁদের পুলিশে সোপর্দ করেন। এরপর হাসনাত ও সারজিস লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সহকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
নাহিদা