প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে এজলাস কক্ষে ডিম ছুড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন। এদিকে সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেছেন, হাইকোর্টের এজলাসে ডিম ছুড়ে বিচারককে হেনস্তার ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে।
সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমাদের সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতি তার কঠোর মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন। তিনি মনে করেন এজলাসে ডিম ছুড়ে মারার ঘটনায় সমগ্র বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণœ করা হয়েছে। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রধান বিচারপতি বলেছেন, কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রয়েছে। সেখানে অভিযোগ দেওয়ার সুযোগ আছে। কিন্তু আইন হাতে তুলে নেওয়া মেনে নেওয়া হবে না। সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল কার্যালয় অনুসন্ধান শুরু করেছে।
ব্যারিস্টার খোকন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে আমরা একটি তদন্ত কমিটি করব। কোনো আইনজীবী জড়িত থাকলে তাদের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল হতে পারে। বার কাউন্সিলের আইনজীবী লাইসেন্স বাতিল হতে পারে। প্রধান বিচারপতির কঠোর মনোভাবের সঙ্গে আমরাও একমত পোষণ করেছি। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন।
প্রধান বিচারপতির উদ্বেগ ॥ ২০১৬ সালের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী। একপর্যায়ে তিনি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ নজিরবিহীন ঘটনায় এবং একই সঙ্গে দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ দেশের আদালতসমূহে এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় প্রধান বিচারপতি দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে বিচারপ্রার্থী জনগণকে সেবা প্রদানের ধারা অব্যাহত রাখার নির্দেশনা দেন।