অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা চলমান, এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মাহফুজ বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, সেজন্য সরকার কাজ করছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিষয়ে তিনি বলেন, ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে দুটি মামলা হয়েছে, এবং আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির যে প্রচেষ্টা ছিল, তা জনগণ, রাজনৈতিক দল এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর সহযোগিতায় প্রতিহত করা সম্ভব হয়েছে।
মাহফুজ আরও জানান, এই বাস্তবতায় বিএনপির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দেশের সামগ্রিক ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা এবং উগ্রতা দমন নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা সবার সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ইতিবাচক প্রস্তাব দিয়েছে এবং সরকারকে সহযোগিতার ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ভবিষ্যতে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। শুধু ইসকন ইস্যু নয়, মাজারে হামলার বিষয়েও সরকার পর্যবেক্ষণ করছে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার কোনো ব্যক্তির অপরাধের কারণে পুরো সংস্থাকে দায়ী করছে না। সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর গাড়ি দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ঘটনাটি হালকাভাবে দেখার সুযোগ নেই।
নাহিদা