গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাসকে উগ্র বলে মন্তব্য করেছে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সিটি ও পৌরসভার কাউন্সিলরদের সমাবেশে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে নুর বলেন, চট্রগ্রামের ঘটনায় সাধারণ কোনো হিন্দু এসবে জড়িত না। ঘটনাটি একটি সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ঘটানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। আমি ডাকসুতে নির্চিত একজন প্রতিনিধি। আমার রুমে গিয়ে তারা আমাকে শাসায় যে, এইখান থেকে বের হলে খবর আছে। ২০১৯ সালের ২২ ডিসেম্বর ছাত্রলীগের বিশাল বাহিনী লাইট অফ করে নারকীয় তান্ডব চালিয়েছে। আমার হাতে এখনো সেই ব্যথা রয়ে গেছে।
নুর বলেন, আমার দেখা ছাত্রলীগের কয়েক বছরের দেওয়া কমিটিতে সবচেয়ে উগ্র ছিল সঞ্জিত চন্দ্র দাস। অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দও উগ্র ছিল কিন্তু তার মত উগ্রতা আমি অন্যদের মাঝে দেখি নাই। তাহলে কি এটি সাম্প্রদায়িকতার ঘটনা হিসেবে চিহ্নিত হবে?
ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট ঘটনাকে যারা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে রুপ দেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন।
তিনি আরো বলেন, সনাতনী ধর্মের সবাইকে বলতে চাই, আপনাদের নাম আর মাথা বেচে তারা ভারতের দাওয়াত খায়।
নাহিদা